একটি ভালো মানের দরজার জন্য সর্বপ্রথম যা প্রয়োজন তা হল দরজার কাঠ,অনেক স’মিল আছে যারা একটি দেখাবে এবং অন্য কাঠ ডেলিভারি দিবে বার্নিশ করার পর বুঝার ক্ষমতা নেই যে আপনাকে কোন কাঠ দিয়েছে, আপনি যদি বার্মা সেগুন ( বার্মা টিক ) কাঠ দিয়ে দরজা বানাতে পারেন তবে তা আপনি দীর্ঘ দিন ব্যাবহার করতে পারবেন ।
কোথায় পাবেন
বিভিন্ন ফার্নিচারের দোকানে গেলে অনেক সেগুন কাঠের দরজা পাবেন তবে সেগুলো কিনে প্রতারিত হবার সম্ভাবনাই বেশি , তবে একটু কষ্ট করে যদি দরজা বানিয়ে নিতে পারেন তাহলে খুবই ভালো হবে। যাত্রাবাড়ী,শনির আখড়া,নারায়ণগঞ্জ এই এলাকা গুলোতে স’মিলে বিভিন্ন ফার্নিচার বানিয়ে বিক্রি করে থাকে। তবে আমার বেক্তিগত ভাবে পরিচিত ডেমরার মিজান ভাই যিনি কথায় কাজে মিল রাখেন। তার সাথে যোগাযোগ করতে চাইলে নিচে কমেন্ট করুন।
দরজার ফিটিংস
একটি ভাল দরজা বানানোর পর তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চাই ভাল মানের দরজার ফিটিংস,কারন একটি দরজা ও তার ডিজাইন যেমন দরজার সৌন্দর্য বৃদ্ধি করে। তেমনি দরজায় হ্যান্ডেল লক,সিকিউরিটি লক,ছিটকানি,দূরবীন এসব জিনিস যদি ভাল মানের না হয় তবে পুরো কাজটাই খারাপ লাগবে। আমাদের শো-রুম এবং অনলাইন স্টোর থেকেও এই ফিটিংস গুলো অর্ডার করতে পারেন।
কি কি দরকার হয়
আপনার মনের মত করে আপনার দরজাটি আপনি সাজাতে পারেন,আমি কিছু প্যাকেজ বর্ণনা করছি তার মধ্যে থেকে একটি আপনি বেছে নিতে পারেন।
১। একটি হ্যান্ডেল লক
একটি ছিটকানি ৬”
একটি ছিটকানি ৮”
চারটি কবজা
একটি দূরবীন
একটি ডোর মেগনেট
একটি সিকিউরিটি লক ( অপশনাল )
২। একটি রাউন্ড লক
একটি ছিটকানি ৬”
একটি ছিটকানি ৮”
দুটি হ্যান্ডেল
চারটি কবজা
একটি দূরবীন
একটি ডোর মেগনেট
একটি সিকিউরিটি লক ( অপশনাল )
৩। একটি হ্যাজবল
একটি ছিটকানি ৬”
একটি ছিটকানি ৮”
দুটি হ্যান্ডেল
চারটি কবজা
একটি দূরবীন
একটি ডোর মেগনেট
অবশ্যই দরজার সাথে কালার মিলিয়ে কেনার চেষ্টা করবেন , অসংখ্য ধন্যবাদ লিখাটি পড়ার জন্য।