নবিতা স্টোরের রয়েছে ৩ দিনের রিটার্ন গ্যারান্টি
নবিতা স্টোর ডট কম চায় আপনি যেন ঝামেলা মুক্ত ভাবে শপিং করতে পারেন তার নিশ্চয়তা দিতে,তবুও মাঝে মাঝে সকল সার্ভিস সঠিক ভাবে সম্ভব হয় না। তাই আপনি যদি আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে আমাদের রিটার্ন এন্ড রিপ্লেসমেন্ট সার্ভিসটি আপনাকে আমাদের সাথে সম্পর্ক বজায় রাখতে সহয়তা করবে।
১. প্রোডাক্টি হাতে পাবার পর অবশ্যই চেক করে নিবেন।
২. যদি কোনো কারনে প্রোডাক্টি পছন্দ না হয়, তবে ব্যাবহার না করে সর্বোচ্চ ৩ দিনের মধ্যে রিটার্ন করতে পারবেন ৷
৩. ভুল,নষ্ট,ড্যামেজ প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেলে সাথে সাথে আমাদের অবহিত করুন ৷
৪. প্রোডাক্ট রিপ্লেস করতে চাইলে ৩ দিনের মধ্যে যোগাযোগ করুন ৷
কিভাবে রিটার্ন করবেন
১. ঢাকার মধ্যে যে ডেলিভারি করতে যাবে তার থেকে প্রোডাক্টি চেক করে নিন,পছন্দ না হলে তার কাছেই রিটার্ন করে দিন ৷
২. ঢাকার বাহিরে সুন্দরবন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রিটার্ন করতে হবে ৷
৩. ভুল এবং নষ্ট,প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেলে ডেলিভারি চার্জ আমরা বহন করব,অন্যথায় তা কাস্টমার বহন করবে।
রিপ্লেস এবং রিটার্নের ঠিকানা
Name: NobitaStore.com
Address: 107/1 B.C.C Road,Nawabpur,Dhaka
Mobile: +880192-6760605